বর্ধিত নিয়ােগ বিজ্ঞপ্তি 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ যােগ বাংলাদেশি নাগরিকদের নিকট হতে চুক্তিভিত্তিক ফ্লাইট স্টুয়ার্ড-স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করছে।

পদের নাম ও ফ্লাইট স্টুয়ার্ড-স্টুয়ার্ডেস আবেদনের যােগ্যতাঃ  ক ) ন্যনতম শিক্ষাগত যােগ্যতা এইচএসসি অথবা সমমান । কোনাে পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয় ।
 খ ) ফলঃ নানতম জিপিএ ৩.০ ( ৫.০ এর মধ্যে ) ( এসএসসি এবং এইচএসসি অথবা সমমান ) । 
গ ) ' ও ' লেভেলে গড়ে যে কোন ৫টি বিষয়ে এবং ' এ ' লেভেলে গড়ে যে কোন ২টি বিষয়ে ন্যূনতম “ ডি ” থাকতে হবে । 
ঘ ) উচ্চতা ও পুরুষ প্রার্থী ও সর্বনিম্ন ১৬৮ সে.মি ; মহিলা প্রার্থী ও সর্বনিম্ন ১৬১ সে.মি ; ওজন উত্তার সাথে সামঞ্জসাপূর্ণ ( বিএমআই ১৮.৫ - ২৫,০ ) । 
ঙ ) প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী , ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে । 
চ ) দৃষ্টি শক্তি ৬ / ৬ হতে হবে , চশমা গ্রহণযােগ্য নয় । 
ছ ) বয়সঃ ১৯ - ২৫ বৎসর ( ০৩ - ০২ - ২০২০ খ্রিঃ তারিখে ) , এফিডেবিট গ্রহণযােগ্য নয় । 
জ ) GEI ) ডিগ্রি গ্রহণযোগ্য নয় । । 
ঝ) সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ; চূড়ান্তভাবে ব্রিাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে ।

 বেতন ও ভাতাঃ বেতন স্কেল  ঃ টাঃ ১৫,৯০০ / - - - - - - - - - - ৩৮,৪০০ / - এবং আনুষঙ্গিক ভাতাদি ( শর্তানুযায়ী ) + + + + + + + + + সহ মাসিক প্রায় ১,৭০,০০০ / - টাকা । উৎসব ভাতা । । দেশে ও বিদেশে প্রশিক্ষণ । বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা । উন্নত চিকিৎসা সুবিধা । ইউনিফর্ম ভাতা । 

আবেদনের শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি ঃ
০১ । ০৩-০২-২০২০ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২৫ বছর হতে হবে । বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয় । 
০২ । সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন । ।
০৩ । বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা / ডিগ্রির ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ( Equivalence Certificate ) অনুযায়ী ডিগ্রি ও ফলের তথ্য প্রদান কতে হবে । 

০৪। উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়ােগ প্রাপ্ত হবেন । সন্তোষজনকভাবে ০৩ বহুর চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নকরণ সাপেক্ষে ০৩ বছর মেয়াদে সর্বোচ্চ ৪ বার চাকুরি নবায়ন করা যেতে পারে । 

০৫ । আবেদনকারীগণ অনলাইন পদ্ধতিতে টেলিটকের মাধ্যমে আবেদন করবেন । 
০৬ । নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টি . এ / ডিএ প্রদান করা হবে না ।

০৭। নিয়োেগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনাে সংশােধন , সংযােজন ( যদি থাকে ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইট www . biman - airlines . com ; www . biman . org . bd প্রকাশ করা হবে ।

০৮ । বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস - বৃদ্ধি এবং কোনাে প্রকার কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগ কার্যক্রম সংশােধন , পরিবর্তন , স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন । 

০৯ । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট Click Here এর Careers Page - এর অথবা Click Here এর নির্দিষ্ট লিংকে বা সরাসরি Click Here ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন । আবেদনের সময়সীমা নিম্নরূপ : 
i . অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ; ২০ - ০১ - ২০২০ খ্রিঃ , সকাল ১০ : ০০টা । 
ii . অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় ; ০৩ - ০২ - ২০২০ খ্রিঃ , রাত ১২ : ০০টা । উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি ( ১ , ১১১ / - টাকা ) জমা দিতে পারবেন । 
১০ । অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ( সর্বোচ্চ ৩০০ x ৮০ পিক্সেল এবং ৬০ কেবি ’ র বেশী নয় ) এবং রঙ্গিন ছবি | ( সর্বোচ্চ ৩০০ X ৩০০ পিক্সেল এবং ১০০ কেবির বেশী নয় ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । 
১১ । অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথা পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে , তাই অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন । 
১২। নির্ভুলভাবে আবেদনপত্র Subroit সম্পন্ন করা প্রার্থী User ID , ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant ' s copy পাবেন । উক্ত Applicant ' s copy প্রাণী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন । User ID নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk pre - paid mobile এর মাধ্যমে ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন । বর্ণিত পদের জন্য আবেদন ফি অফেরতযােগ্য ১১১১ } - ( এক হাজার একশত এগার ) টাকা । এখানে বিশেষভাবে উল্লেখ্য যে , “ অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না ” । 1© SMS : BBAT < Space > User _ ID and send to 16222 . 2nd SMS : BBAL < Space > YES < Space < PIN and send to 16222 . 
১৩ । প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http : / / bbal . teletalk . com . bd ওয়েবসাইট এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে ( শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে ) যথাসময়ে জানানাে হবে । Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা , SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় । 
১৪ । SMS এর প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর , পদের নাম , ছবি , পরীক্ষার তারিখ , সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক রঙ্গিন print করে নিবেন । প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন । 
১৫ । শুধুমাত্র টেলিটক প্রি - পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন । 

 i. User ID জানি থাকলে BBAL < Space > llelp <      Space > User < Space > User _ ID & send to 16222 .
    
ii.  PIN Number জানা থাকলে BBAI < Space > Help < Space > PIN < Space > PIN N ) & send to 16222 .


Post a Comment

أحدث أقدم