বাংলাদেশ টেলিযোগাযােগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিম্নবর্ণিত শূণ্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী শরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।




আবেদন ফিঃ  ২২৪৳

নিয়োগ সার্কুলারঃ  Click Here

আবেদনের লিংকঃ Click Here

আবেদন শুরুঃ ১২ জুলাই ২০২০ , সকাল ১০:০০ টা ।
আবেদন শেষঃ ১২ আগস্ট ২০২০ , বিকাল ৫:০০ টা ।

  • উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ( বাহাত্তর ) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন । 
  • Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ pixelx প্রস্থ ৩০০ pixel ) ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ pixelx প্রস্থ ৮০ pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে । 
  • Online এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে , সেহেতু Online- এ আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন । প্রার্থী কর্তক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল , মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে বা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যােগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন তথ্য দাখিল করা হলে বা বিজ্ঞপ্তির নির্দেশনা লঙ্ঘন পূর্বক কোন আবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা নিয়ােগের যেকোনাে পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে । 
  • প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে ব্যবহারের জনা সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন । 
  • SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান ; (Online এ আবেদনপন্ন ( Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে । নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID , ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন । 
  • উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন । Applicant's Copy তে একটি User ID দেয়া থাকবে । 
  • উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre - paid mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ২ ( দুই ) টি SMS করে পরীক্ষার ফি বাবদ মােট ২২৪ / - ( দুইশত চব্বিশ ) টাকা [ পরীক্ষার ফি ২০০ / - এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৪ / - টাকা ] অনধিক ৭২ ( বাহাত্তর ) ঘন্টার মধ্যে জমা দিবেন । 
  • প্রথম SMS : BTRC < Space > User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে । Example : BTRC ABCDEF 
  • Reply : Applicant's Name , Tk . 224 will be charged as application fee , Your PIN is xxxxx . To pay fee Type BTRC < Space > YES < Space > PIN and send to 162221 দ্বিতীয় SMS : BTRC < Space > YES < Space > PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে । Example : BTRC YES 123456789 
  • Reply : Congratulations Applicant's Name , payment completed successfully for BTRC Recruitment Application for xxxxxxxxx User ID is (ABCDEF ) and Password ( XXXXXX ) বিশেষভাবে উল্লেখ্য , Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

Post a Comment

أحدث أقدم